মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযমের দুটি শেষ ইচ্ছার কথা জানা গেছে। একটি তার জানাজা নিয়ে। অন্যটি দাফন নিয়ে।
মৃত্যুর কয়েক দিন আগে তিনি ইচ্ছা প্রকাশ করেন, জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী অথবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী যেন তার জানাজা পড়ান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বৃহস্পতিবার রাতে গোলাম আযমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর তার ছেলে আব্দুল্লাহ হিল আমান আযমী হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
আযমী বলেন, ১০ অক্টোবর দুপুরে আমি বিএসএমএমইউতে আমার পিতার সঙ্গে দেখা করি। সে সময় তাকে আমি তার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি তার দুটি ইচ্ছার কথা জানান।
মাওলানা মতিউর রহমান ও দেলাওয়ার হোসাইন সাঈদী কারগারে আছেন বলে জানালে তিনি নিশ্চুপ হয়ে যান। এরপর আমি তাকে আশ্বস্ত করি, আপনার জানাজা পড়ানোর জন্য হাজারো মানুষ আছেন, আপনি কোনো চিন্তা করবেন না- বলেন আজমি।
আরেকটি ইচ্ছা হলো- রাজধানী মগবাজারে পারিবারিক করবস্থানে তার পিতার কবরের পাশে শায়িত হওয়া।