বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক অনুষ্ঠানের খাবার খেয়ে মঙ্গলবার কমপক্ষে ১৫ জন সাংবাদিক অসুস্থ হয়েছেন। তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
ভুক্তভোগীদের একজন দৈনিক বণিকবার্তা পত্রিকার খান এ মামুন জানান, বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট ২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে সাংবাদিকদের খাবার পরিবেশন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের যমুনা কনফারেন্স রুমে ওই অনুষ্ঠান হয়। খাওয়ার প্রায় আধাঘণ্টা পর সাংবাদিকরা অসুস্থবোধ করেন।
সাংবাদিক খান এ মামুন বলেন, “প্রায় আধঘণ্টা পরেই আমার বমি ও কাঁপুনি শুরু হয়। এরপর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের হেলথ কেয়ার সেন্টারে সেবা নেই। সেখানকার চিকিৎসক কিছু ওষুধ লিখে দিয়েছেন। এসব নিয়মিত সেবন করলে সুস্থ হবার আশ্বাস দেন তিনি।” এ প্রতিবেদকের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কথা বলার সময়ও তিনি কাঁপুনি অনুভব করছেন বলে জানান।
বাংলা নিউজের মফিজুল সাদিক, দ্য রিপোর্টের জোসনা জামান, কালের কণ্ঠের আরিফুর রহমান, যুগান্তরের মামুন আবদুল্লাহ, নয়া দিগন্তের হামিদ সরকার, যমুনা টিভির তৌহিদ হোসেন, এটিএন নিউজের ক্যামেরাম্যান আবদুস সালাম, বাংলা নিউজের ফটো করেসপন্ডেন্ট জি এম মজিবুরসহ কমপক্ষে ১৫ জন অসুস্থ হয়েছেন বলে জানান খান এ মামুন।
এদের মধ্যে হামিদ সরকার, জোসনা জামান, আবদুল্লাহ আল মামুন এবং জি এম মজিবুর তাদের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন।
ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মেহরিন এ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।