Search
Close this search box.
Search
Close this search box.

Mosharofভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান ও মুসলমানদের শত্রু বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। একই সঙ্গে মোদিকে পাকিস্তানবিরোধী মনোভাব থেকে সরে আসার দাবি জানান তিনি।

বুধবার ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সেনাশাসক মোশাররফ বলেন, পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষাকে কখনো অবহেলা করবে না। প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহারেও তার দেশ দ্বিধাবোধ করবে না।

chardike-ad

তিনি অভিযোগ করেন, ভারত অনেক আগে থেকেই পাকিস্তানের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছে।

প্রসঙ্গত, পারভেজ মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেন মোশাররফ। এ ছাড়া সেনাপ্রধান হিসেবে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে নেতৃত্ব দেন তিনি।

মোশাররফ বর্তমানে পাকিস্তানের করাচি শহরে চিকিৎসা নেওয়ার জন্য অবস্থান করছেন।

তথ্যসূত্র : ডন।