মালিকানা পাল্টানোর পর এবার নাম বদলে যাচ্ছে নকিয়ার।
এক খবরে দ্য ভার্জ জানিয়েছে, এক সময়ের আলোচিত মোবাইল ব্র্যান্ড খুব শিগগির মাইক্রোসফট লুমিয়ায় রূপান্তরিত হচ্ছে।
নকিয়া ফ্রান্সের ফেসবুক পাতায় এ আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে নকিয়া ফ্রান্স নতুন নাম ধারণ করেছে।
অবশ্য গত সেপ্টেম্বরেই নকিয়ার নাম বদলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ওই সময়ে নকিয়া ইউকে ওয়েবসাইটটির ঠিকানায় গেলে মাইক্রোসফট মোবাইল ডিভাইস পেজটি দেখা যাচ্ছিল।
মার্কিন বাজার গবেষকেরা বলছেন, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে শুধু লুমিয়া নামটিকে রাখা হতে পারে। তবে মাইক্রোসফট ভিন্ন কোনো ব্র্যান্ড নাম নিয়ে ভাবছে কি না—তা জানতে পরবর্তী লুমিয়া স্মার্টফোন বাজারে ছাড়া পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে।
এছাড়াও মাইক্রোসফট উইন্ডোজ ফোন ব্র্যান্ড নামটি থেকে ‘ফোন’ শব্দটিকেও বাদ দিচ্ছে। গত মাসে মাইক্রোসফটের দুটি বিজ্ঞাপনে উইন্ডোজ ফোন নামটির ক্ষেত্রে ‘ফোন’ শব্দটি ছেঁটে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, এ বছরের এপ্রিলে ফিনল্যান্ড ভিত্তিক নকিয়ার মোবাইল ফোন বিভাগ কিনে নেয় টেক জায়ান্ট মাইক্রোসফট।
এরপর গত কয়েক মাসে নকিয়া ব্র্যান্ডের অধীনেই স্মার্টফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট। তবে এবার মাইক্রোসফট নিজের ব্র্যান্ডের বাজার শোরগোল ফেলতে চাইছে।