জলবায়ু পরিবর্তন ঠেকাতে দিন দিন জোরদার হচ্ছে পরিবেশবান্ধব যানবাহনের দাবি।
সেই কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার এক প্রতিষ্ঠান তৈরি করল মেলোক্যাব নামের এক অভিনব বাহন, যা আদতে ইলেকট্রিক রিকশার অত্যাধুনিক সংস্করণ।
তিন আসন বিশিষ্ট এ বাহনটি সম্পূর্ণ পরিবেশবান্ধব, কারণ এটি কোনো ধরনের কার্বন নিঃসরণ করে না।
ধোঁয়াহীন এ বাহনটি পুরোপুরি বিদ্যুৎশক্তি নির্ভর। এ শক্তিও সরবরাহ করা যাবে এর বডিতে লাগানো সোলার প্যানেল এবং প্যাডেলের সাহায্যে। এতে চার্জ সংরক্ষণে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন সেল।
আর বডি তৈরি করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে।
আধুনিক সব সুবিধা সম্বলিত এ রিকশাটি কত দূরে অবস্থান করছে তা জেনে নেওয়া যাবে স্মার্টফোন অ্যাপের সাহায্যে। আবার অ্যাপের মাধ্যমে কোনো পথ দিয়ে মেলোক্যাব চলছে তাও জেনে নেওয়া যাবে।
পূর্ণচার্জে মেলোক্যাব প্রায় ৭০ মাইল পথ পাড়ি দিতে পারবে। তবে এটি তৈরি করা হয়েছে ৩ মাইল দীর্ঘ রাস্তায় ব্যবহারের কথা চিন্তা করে।
মেলোক্যাবের নির্মাতা নেইল ডু পেরেজ বলে, পৃথিবীর অধিকাংশ শহরের রাস্তাগুলো তিন মাইলের বেশি দীর্ঘ নয়, যার জন্য আদর্শ বাহন হতে পারে এ মেলোক্যাব।
তবে তিনি জানান, এ ক্যাব বিক্রির জন্য নয়। অন্যান্য দেশের অটোমোবাইল উদ্যোক্তারা চাইলে তাদের সাথে যৌথভাবে এ বাহন রাস্তায় নামাতে পারবেন।