পাকিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় তালিবানি জঙ্গি কমান্ডার দাউদসহ ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের উত্তরে ওজারিয়াস্তানে বিমাল হামলা চালায় পাকসেনা।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিমান হামলায় মারা গেছে তালিবানি জঙ্গি কমান্ডার দাউদসহ ৩০ জন জঙ্গি। পাশাপাশি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে জঙ্গিদের চারটি ঘাঁটি।
পাক সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি দেশের করাচি বিমানবন্দরে হামলা চালিয়েছিল তালিবানি জঙ্গি সংগঠন। এই ঘটনার পর থেকে পাক সেনাবাহিনীর অন্যতম টার্গেট হয়ে পড়েছিল তালিবানি জঙ্গি সংগঠন ও তাদের সদস্যেরা।