muktijuddha-montronaloyমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাও করেছে মুক্তিযোদ্ধারা। সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা আজ বুধবার সকাল ১০টা থেকে মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, মুক্তিযোদ্ধা সনদ প্রদানে দীর্ঘসূত্রিতা, সনদপ্রাপ্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন ও মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগে মন্ত্রণালয় ঘেরাও করেছে তারা।

chardike-ad

সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রণালয়ে অবস্থান করছেন তারা।