২০ দলীয় জোটের বৃহস্পতিবারের জনসভায় যোগ দিতে নীলফামারী যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল ৩টায় তিনি গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন। বগুড়া সার্কিট হাউজে রাতযাপন শেষে পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন তিনি।
দুপুরে নীলফামারী সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে বিকেল ৪টায় তিনি জেলা শহরের পৌর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দলীয় প্রধানের আগমনে ও জনসভা ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। এ উপলক্ষে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।
জনসভাকে মহাসমাবেশে পরিণত করতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক হয়ে রাতদিন কাজ করে যাচ্ছে।
লাখো মানুষের সমাগত ঘটানোর পরিকল্পনায় জনসভাস্থলকে সাজানো হয়েছে। জনসভাকে সফল করতে গোটা জেলায় মাইকিং করা হচ্ছে। জনসভার মাঠসহ শহরের মোড়ে মোড়ে লাগানো হয়েছে ২৮৫টি মাইক। জেলা শহরে বিভিন্ন সড়ক ও ইউনিয়ন পর্যায়ের রাস্তার দুপাশে সাঁটানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। চলছে পথসভা।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে জেলায় প্রবেশপথ থেকে শুরু করে জনসভা মঞ্চ পর্যন্ত নীলফামারী-সৈয়দপুর সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।