ভোটে জিতে ২০১৫-২০১৭ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য হলো বাংলাদেশ।
মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এ বিজয়ে আবার প্রমাণিত হলো শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
জাতিসংঘের সাধারণ পরিষদে নির্বাচনের মাধ্যমে মানবাধিকার পরিষদের ৪৭ সদস্য নির্বাচন করা হয়। এসব সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য দায়িত্ব পালন করে থাকে। পরিষদে পরপর দুই দফায় সদস্য হলে তৃতীয় দফায় নির্বাচন করার সুযোগ থাকে না।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে ৪৭ সদস্য দেশের মধ্যে আফ্রিকান দেশ ১৩টি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি, লাতিন আমেরিকা ও ক্যারিয়ান অঞ্চলের ৮টি, পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ৭টি এবং পূর্ব ইউরোপের দেশ ৬টি।