রাশিয়ার রাজধানী মস্কোয় বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন ফ্রান্সভিত্তিক বৃহত্তম তেল কোম্পানি টোটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফ দে মার্গেরি। তিনি টোটালবস হিসেবে পরিচিত।
সোমবার দিবাগত রাতে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে তার বহন করা করপোরেট বিমানটি একটি তুষার সরানো যন্ত্রের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিমানটিতে আগুন লেগে যায়। এ সময় আরোহী চার জনের সবাই নিহত হন।
বিমানবন্দরের মুখপাত্র এলেনা ক্রিলোভা এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন । তিনি বলেন, রাতে উড্ডয়নের সময় ক্রিস্টোফের বিমানের সঙ্গে বরফ-সরানো একটি মেশিনের সংঘর্ষ হলে দু’টিতেই আগুন ধরে যায়।
রাশিয়ার নিরাপত্তা বাহিনী মতে, বিমানের চালক মাতাল ছিল। ২০০৭ সাল থেকে ইউরোপের তৃতীয় বৃহত্তম তেল কোম্পানি টোটালের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন তিনি। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এ ঘটনার শোক প্রকাশ করেছেন। দেশ একজন বিশিষ্ট তেল ব্যবসায়ীকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
তথ্যসূত্র : বিবিসি।