ফেসবুকের বিজ্ঞাপন কোডে যে কোনো ধরনের ভুল ধরিয়ে দিতে পারলেই ডেভেলপারদের দ্বিগুণ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগের মাধ্যমের মার্কিন এই প্রতিষ্ঠানটির সম্প্রতি অডিট শেষ হওয়ার পর ফেসবুকের বিজ্ঞাপন আরো বৃদ্ধির বিষয়টি উঠে আসে।কিন্তু এক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে সিকিউরিটি বাগস থাকার বিষয়টি জানা যায়।
তাই ফেসবুক ডেভেলপারদের চিরুনি তল্লাসি চলাতে দ্বিগুণ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিজ্ঞাপনের বাজারে প্রতিদ্বন্দ্বী গুগলের বিজ্ঞাপনকে টেক্কা দেওয়ার জন্যই ডেভেলপারদের দ্বিগুণ পুরস্কারের ঘোষণা দেওয়ার মাধ্যমে ফেসবুক তাদের সমস্যাগুলোকে দ্রুত সমাধানের ব্যবস্থা করেছে।
তথ্যসূত্র : ডিএনএ ইন্ডিয়া