সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করায় ৩৬৫ জন বিদেশিকে গেপ্তার করেছে রিয়াদ পুলিশ।
দেশটির বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
তবে এ অভিযানে কোনো বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন কিনা তা জানা যায়নি।
সোমবার সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি অারবের ম্যানফুহা, রওদা, মালাকা ও মাসিফ জেলায় নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, বাজার, শপিং মলে শুক্রবার ২৪ ঘণ্টা অভিযান চালায় পুলিশ।
এটি ছিল তাদের এক সপ্তাহের দ্বিতীয় অভিযান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বিদেশিদের অধিকাংশের হজ ও ওমরার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। জেদ্দা থেকে তারা রাজধানী রিয়াদে এসেছেন।
প্রতিবেদনে বলা হয়, রিয়াদের গভর্নর প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নির্দেশে অপরাধ, চুরি, ডাকাতিসহ অন্যান্য অন্যায় কাজ নির্মূল করতে এই অভিযান চালানো হয়।
অভিযানে ইথিওপিয়ার আরও কিছু গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তারা বিভিন্ন জেলায় লুকিয়ে ছিল।