জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসার ডিগবাজি দেখে চোখ জুড়িয়ে যায় সবার। শুধু বিশ্বকাপই নয়, গোলের পর ডিগবাজি খাওয়া প্রায় অভ্যাসে পরিণত করেছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ক্লোসাই এখন সর্বোচ্চ গোলদাতার মালিক।
তার খেলা দেখে অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের তরুণ ফুটবলাররা। এমনকি গোল করার পর তার দেওয়া ডিগবাজিও নকল করতে শুরু করেছেন অনেকে। গত মঙ্গলবার ভারতের মিজোরাম প্রিমিয়ার লিগে ঘটেছে এমনই এক ঘটনা।
চানমারি ওয়েস্টের বিপক্ষে বেথেলহাম ভেংথালাংয়ের হয়ে খেলছিলেন পিটার বিকাসাংজুয়ালা। ম্যাচের ৬১ মিনিটের মাথায় একটি গোল করেন তিনি। কে জানত এই গোলই তার জন্য কাল হয়ে দাঁড়াবে?
জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসার দারুণ ভক্ত ছিলেন ২৩ বছর বয়সী এই ভারতীয় ফুটবলার। তাই ম্যাচটিতে গোলের পর ডিগবাজি দিয়েছিলেন তিনি। প্রথম ডিগবাজি ঠিকঠাক হলো। কিন্তু দ্বিতীয় ডিগবাজিটা তাকে বেকায়দায় ফেলে দেয়। ভূমিতে পা নয়, পড়ল মাথা! মেরুদ-ে মারাত্মক আঘাত পান।
এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চার দিন পর মারা যান তিনি। মারা যাওযার আগে দাতব্য চিকিৎসালয় তার চোখজোড়া দান করে যান।