নাটোরের বড়াইগ্রামে ঢাকা-নাটোর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন ।
নাটোর জেলা প্রশাসক মশিউর রহমান ৩৩ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের রাজ্জাকের মোড়ে কেয়া পরিবহণের একটি বাস ও স্থানীয় অথৈ পরিবহণের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৩ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় ১০ জন। আহতদের মধ্যে এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের নাটোর সদর হাসপাতাল, বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসীর সহায়তায় নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
ক্ষুব্ধ লোকজন ঢাকা-নাটোর মহাসড়ক অবরোধ করে। পরে আবার যান চলাচল শুরু হয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।