Search
Close this search box.
Search
Close this search box.

ebola-virus3-300x159ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ইবোলা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আফ্রিকার কৃষ্ণাঙ্গদের এ বন্দর দিয়ে প্রবেশের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ উদ্যোগ নিয়েছে স্থল বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (শুল্ক) লুৎফুর রহমান এবং ইমিগ্রেশন কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, ‘ইবোলা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ আমাদের একাধিক চিঠি দিয়েছে। নির্দেশ পাওয়ার পর বন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পাসপোর্টধারী কৃষ্ণাঙ্গদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

chardike-ad

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরপরই আমাদের একটি মেডিকেল টিম চেকপোস্টের ইমিগ্রেশন অফিসে অস্থায়ী ক্যাম্প বসিয়ে কাজ করছে। পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ইবোলা ভাইরাস শনাক্ত করতে ওই মেডিকেল টিমে পর্যায়ক্রমে একজন ডাক্তারও থাকছেন। সেই সঙ্গে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে আফ্রিকা মহাদেশের নাগরিকদের প্রবেশের ওপর।