ছাত্র শিবিরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল থেকে ৮ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে ছাত্রলীগ। রোববার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হুমায়ন এবং ১ম বর্ষের রুহুল, নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোহেল ও মাসুদ রানা, ৩য় বর্ষের মোরশেদুল ও ওয়াদুল, আরবি ভাষা বিভাগের ২য় বর্ষের ছাত্র আলাউদ্দিন এবং ফার্সি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিমুল হোসেন।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আজমল আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বের রোববার রাত আড়াইটার দিকে ওই ৮ জনকে আটক করা হয়। পরে শাহবাগ পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।