ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার রাত ৯টায় উপজেলার সীমান্তের ৩৬৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে এনামুল হক (২৫) ও ইসমাইল আলীর ছেলে হাসান আলী (১৮)।
বিজিবি জানায়, রোববার রাত ৯টায় সীমান্তের পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে থেকে ফেরার পথে তাদের আটক করে ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ-বিন-ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটকৃতদের ফেরত চেয়ে বিএসএফ’র কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অধিনায়ক।