দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না দক্ষিণ কোরিয়ার। শুক্রবারের কনসার্ট দূর্ঘটনার পর পশ্চিম সিউলের একটি মোটেলে গতকাল শনিবারে রাতে আগুন ছড়িয়ে পড়লে একজন নিহত হন এবং ৩৩জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মোটেলের খাংস এলাকার টাইম মোটেলে এই দূর্ঘটনা ঘটে। মোটেলের নিচতলার পার্কিং এলাকা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত মোটেলের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। ঐ সময় মোটেলে ৪২জন চায়নিজ পর্যটকসহ ৯০জন পর্যটক ছিলেন।
আগুন ছড়িয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪৩ বছর বয়সী একজন নারীকে বাঁচানো যায়নি। হোটেলের অন্য ৩২জন অতিথিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন একটি পপ কনসার্টে দূর্ঘটনায় ১৬জন নিহত হন।