নয় তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলো ৪ বছরের শিশু। বৃহস্পতিবার ফ্র্যান্সের সেন্ট এটিয়ানি শহরে আশ্চর্য্য ঘটনাটি ঘটেছে বলে জানায় মিরর।জানা গেছে, ছেলেটিকে টেলিভিশন দেখতে দিয়ে কেনাকাটার জন্য বাইরে গিয়েছিলেন তার মা। পরে সে বেলকনি বেয়ে ওপরে উঠে নয় তলা থেকে ঝাঁপ দেয়।
সৌভাগ্যবশত এপার্টমেন্টের নিচে একটি ঝোঁপের ওপর পড়ায় তার শরীরের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এমনকি লাফিয়ে পড়ার পর ঝোঁপ থেকে হেঁটে হেঁটেই বেরিয়ে আসে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
পরে তাকে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সে মাথায় মারাত্মক আঘাত পেয়েছে এবং দুই পায়ের হাড় ভেঙে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।