আনারস কেটে পরিবেশন করা একটু কঠিন কাজই। কারণ অন্যান ফলের চেয়ে আনারস কাটতে একটু বেশিই ঝক্কি পোহাতে হয়। আনারসের চোখগুলো থেকে গেলে তা জিহ্বায় বিস্বাদ ঠেকে।
কিন্তু আনারস কাটতে আর ঝক্কি পোহাতে হবে না। উদ্ভাবন হয়েছে এক নতুন হস্তচালিত যন্ত্র, যা দিয়ে মাত্র ৫ থেকে ১০ সেকেন্ডেই আনারস কাটা যাবে। যন্ত্রটির নাম পাইনএ্যাপেল ইজি স্লেইসার (Pineapple easy Slicer)।
অ্যামাজনের সাইট থেকে অবিশ্বাস্য এ যন্ত্রটি কিনতে খরচ পড়বে মাত্র ৪ ডলার।
দেখুন ভিডিওটিতেঃ