কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৩১০ জন বাংলাদেশীকে নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় থাইল্যান্ড সাগরে জাহাজ দুর্ঘটনায় ১৭৬ জন নিখোঁজ হয়েছেন। বাকি ১৩৪ জনকে থাইল্যান্ডের উপকূলে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে থাই কর্তৃপক্ষ।
জানা গেছে, মালয়েশিয়াগামীরা কয়েকদিন আগে টেকনাফের সাবরাংয়ের কাটা বনিয়া, কচু বনিয়া, শাহপরীর দ্বীপ ও কক্সবাজারের চোপলদণ্ডী এবং রামু থেকে ছোট কাঠের নৌকায় সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অপেক্ষমান জাহাজে উঠেন। জাহাজটি ৩১০ জনকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা হয়। সম্প্রতি থাইল্যান্ড উপকূলে পৌঁছার পূর্ব মুহূর্তে সাগরে দুর্ঘটনায় পড়%E