Search
Close this search box.
Search
Close this search box.
cat
মাইকেল পারসিভালের কোলে টিফানি

টিফানি। একটা বিড়ালের নাম। আর দশট বিড়ালের মতোই এটি। তবে এটি সংবাদের শিরোনাম হওয়ার কারণ, এর আকাশচুম্বী দাম।

অনুমান করুন তো, কত হতে পারে একটি বিড়ালের দাম?

chardike-ad

বলে দিচ্ছি, টিফানি নামের ওই বিড়ালটির দাম এক লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৭৭ লাখ ৪০ হাজার টাকা।

মূল ঘটনা হলো- অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কাছে গ্লেন আইরিস এলাকার ফ্রান ও মাইকেল পারসিভাল দম্পতি তাদের বাড়ি বিক্রির জন্য নিলামে তোলেন। এ সময় তিনি বাড়ির সঙ্গে সঙ্গে পোষা বিড়ালটিও বিক্রির ঘোষণা দেন।বিড়ালটি পছন্দ করেন ক্রেতা। দরকষাকষিতে আরো এক লাখ মার্কিন ডলার বাড়িয়ে দেন তিনি।

টিফানির মালিক ফ্রান পারসিভাল জানান, প্রথমে তারা মজা করে বিড়ালটি বিক্রির কথা বলেন। তবে তারা ভাবতেই পারেননি টিফানির দাম এতো হতে পারে।

নিলাম প্রতিষ্ঠানের মালিক কুটিনহো বলেন, অস্ট্রেলিয়ায় বাড়ির সঙ্গে পোষা প্রাণী বিক্রির ক্ষেত্রে এটি একটি রেকর্ড। সম্ভবত এতে বিশ্ব রেকর্ডও হয়েছে।

তথ্যসূত্র : ইয়াহু নিউজ।