কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন পদে জয়লাভের পর আর একটি জয় এসেছে বাংলাদেশের তরফে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য সাবের হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাতে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট। পরবর্তী তিন বছরের জন্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট হলেন।
বৃহস্পতিবার বিকেলে এক তুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আইপিইউ।
প্রসঙ্গত, এর আগে গত ৯ অক্টোবর সিপিএ’র চেয়ারপারসন পদে জয়লাভ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।