Search
Close this search box.
Search
Close this search box.

BANGKOK-SKYSCRAPERথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আধা কিলোমিটারের বেশি উচ্চতার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির একটি ডেভেলপার কোম্পানি।

সম্প্রতি এক প্রতিবেদনে হাফিংটনপোস্ট জানিয়েছে, ১২৫তলা ভবনটির উচ্চতা হবে ৬১৫ মিটার (২ হাজার ১৮ ফুট)। ২০১৯ সালে র্নিমাণকাজ শেষ হলে ওই ভবনটি বিশ্বের শীর্ষ উচ্চতার ১০টি ভবনের একটি হবে।

chardike-ad

র্নিমাণ প্রতিষ্ঠান গ্র্যান্ড ক্যানেল পাবলিক কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংককের প্রাণকেন্দ্রে ‘সুপার টাওয়ার’ নামের এই ভবনটিতে বিলাসবহুল হোটেল, অফিস স্পেস ও পর্যবেক্ষণ ডেক থেকে মনোরম দৃশ্য দেখার সুবিধা থাকবে।

বিশ্বের বিভিন্ন স্কাইস্ক্র্যাপারের ডাটাবেস সংরক্ষণকারী প্রতিষ্ঠান কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হেবিটেট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে র্নিমাণ শেষ হলে ‘সুপার টাওয়ার’ হবে বিশ্বের ৯ম উচ্চ ভবন। আর এখনই নির্মিত হলে সেটি বিশ্বের ২য় সর্বোচ্চ ভবন হতো।

নতুন ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে ভবনটি নির্মাণে প্রায় ৩১০ কোটি মার্কিন ডলার খরচ হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

প্রসঙ্গত, দুবাইয়ের ১৬৩ তলা ‘বুর্জ খলিফা’ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। সেটির উচ্চতা ৮২৮ মিটার (২ হাজার ৭১৭ ফুট)।