Search
Close this search box.
Search
Close this search box.

soudi iran সৌদি আরবের প্রখ্যাত ধর্মীয় নেতা ও শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ডাদেশ পাল্টাতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানিয়েছেন। তিনি জোরালো ভাষায় সৌদি সরকারকে বলেছেন, “এ সিদ্ধান্ত পরিবর্তন করুন এবং মুসলিম বিশ্বে আর মোটেই উত্তেজনা সৃষ্টি করবেন না।”

chardike-ad

আমির আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান আশা করছে সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তনের বিষয়ে বাস্তব পদক্ষেপ নেবেন এবং মুসলিম বিশ্বে টেনশন তৈরি থেকে বিরত থাকবেন।”

সৌদি সরকারকে সতর্ক করে ইরানি মন্ত্রী বলেন, শেখ নিমরের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশ মুসলমানদের মনে নিশ্চিতভাবে আঘাত দেবে এবং তা আন্তর্জাতিক বিক্ষোভে পরিণত হতে পারে। রেডিও তেহরান।