Search
Close this search box.
Search
Close this search box.

arfin-rumiইতিমধ্যে দুটি বিয়ে করে ফেলেছেন আরেফিন রুমি। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছেনা তার।

এরই মধ্যে তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সঙ্গীতাঙ্গনের ‘লেডি কিলার’ খ্যাত আরেফিন রুমি। বাতাসে এমন খবর ভেসে বেড়াচ্ছে।

chardike-ad

জানা গেছে, দুই স্ত্রী থাকার পরেও বর্তমানে এসএটিভির উপস্থাপিকা তামান্নার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুমি। গত কয়েক সপ্তাহ যাবৎ ওই উঠতি উপস্থাপিকার সঙ্গে কাজের ফাঁকে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

সম্প্রতি এসএটিভির অনুষ্ঠান শেষে মাঝরাতে তামান্নাকে লালবাগের বাসায় তাকে পৌঁছে দেয় রুমি। আর তামান্নার বন্ধু-বান্ধবীদের কাছে এ খবর এখন ওপেন সিক্রেট।

তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন রুমি তাকে বিয়ে করবেন। অবশ্য দুই স্ত্রী থাকা স্বত্বেও রুমিকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তামান্নার।

এখন দেখার অপেক্ষা, সত্যি সত্যিই রুমি আবার বিয়ের পিঁড়িতে বসেন কিনা। যদিও এ ব্যাপারে রুমির সঙ্গে কেউ কোনো কথা বললেই রুমি নির্লজ্জের মতো বলছেন, ‘ইসলামে চার বিয়ে জায়েজ।’দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।

উল্লেখ্য, প্রথম স্ত্রীর মামলায় নিয়মিত আদালতে দৌড়াদৌড়িও করতে হচ্ছে তাকে।