আন্তর্জাতিক বিশ্বে সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বুধবার সুওনে অবস্থিত কোরিয়ান ‘টেক জায়ান্ট’ স্যামসাং ইলেক্ট্রনিকসের ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স পরিদর্শন করেছেন। স্যামসাং কর্তৃপক্ষ বলছে, উভয় প্রতিষ্ঠানের ‘ভার্চুয়াল’ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই জুকারবার্গের এ সফর।
নাম প্রকাশ না করার শর্তে স্যামসাংয়ের একজন কর্মকর্তা জানান ফেসবুকের নিজস্ব নকশা, সফটওয়্যার পরিকল্পনা ও উপকরণ ব্যবহার করে বিভিন্ন ভার্চুয়াল ডিভাইস তৈরির কাজগুলো আগামীতে স্যামসাংয়েরই করার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, স্যামসাংয়ের প্রথম ভার্চুয়াল হেডসেটটি তৈরি করেছিল ফেসবুকের মালিকানাধীন ভার্চুয়াল প্রযুক্তি পণ্য নির্মাতা অকুলাস ভিআর।
প্রযুক্তিপ্রেমীদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ব্র্যান্ডদুটির ব্যবসায়িক অবস্থা সাম্প্রতিককালে খুব একটা ভালো যাচ্ছে না। এ অবস্থায় বানিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগকারীদের অব্যাহত চাপের মুখেই দুই জায়ান্ট ভার্চুয়াল দুনিয়ায় যূথবদ্ধ হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।