Search
Close this search box.
Search
Close this search box.

Hawking

নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা করার পাশাপাশি বিশ্ববিখ্যাত বিজ্ঞানিক স্টিফেন হকিং দাবি করেছেন, ঈশ্বর বলে কিছু নেই।

chardike-ad

স্পেনের এল মুন্দো পত্রিকার এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতার সময় এমন মন্তব্য করেন হকিং। সাংবাদিক জানতে চেয়েছিলেন বিজ্ঞানীর ধর্ম ও ঈশ্বর সম্পর্কে মতামত। তখনই এমন মন্তব্য করেন তিনি।

হকিং বলেন, যত দিন মানুষ বিজ্ঞানের খবর রাখত না, তত দিন যে যে বিষয়ের উৎপত্তির কারণ বুঝতে পারত না, তার মূলেই ঈশ্বরের হাত রয়েছে বলে মনে করত। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ বিভিন্ন প্রাকৃতিক রহস্যের কারণ ও তার ব্যাখ্যা জানতে পেরেছে। তাই ঈশ্বরের ওপর বিশ্বাসও ক্রমেই কমেছে।

হকিং জানান, ঈশ্বর যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে তিনি দাখিল করতে পারেন মহাবিশ্ব সৃষ্টি হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা।

স্টিফেন হকিং তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্ট্রি অব টাইম বা কালের সংক্ষিপ্ত ইতিহাসে একটি অধ্যায় রেখেছিলেন ‘মাইন্ড অব গড’ বা ঈশ্বরের মানসিকতা শিরোনামে। এই অধ্যায়ে তিনি দেখিয়েছিলেন মহাবিশ্ব সৃষ্টির মূলে কাজ করেছিল পদার্থবিদ্যার কয়েক সেট সূত্র। মহাবিশ্ব সৃষ্টির সময়ের পরিস্থিতি যদি ওই সূত্রগুলো সফল হওয়ার মতো না হতো, তাহলে কোনোভাবেই তৈরি হতো না মহাবিশ্ব।

এই প্রথম নয়, অতীতেও একাধিকবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ঈশ্বর ও পরকালের বিষয়ে তার কোনো আস্থা নেই বলে জানিয়েছিলেন তিনি।

তথ্যসূত্র : সি নেট।