Search
Close this search box.
Search
Close this search box.

FIRST MONGOLযুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঞ্চলের কিশোরী অ্যালিসা। নাসার নভোচারী হিসেবে ২০৩৩-৩৪ সালনাগাদ সে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে নভোচারী প্রশিক্ষণ নেয়া শুরু করেছে সে। শিখেছে স্প্যানিশ, ফরাসি আর চীনা ভাষা।

নাসার মুখপাত্র পল ফোরম্যান বিবিসিকে বলেন, অ্যালিসার মতো মানুষকে খুব গুরুত্বের সঙ্গে দেখে নাসা। মঙ্গল মিশনে যাওয়ার জন্য একদিন যে নভোচারীর প্রয়োজন হবে, অ্যালিসা এখন ঠিক সে বয়সে রয়েছে। সে নভোচারী হওয়ার পথে সঠিক পদক্ষেপ নিয়েই এগিয়ে যাচ্ছে।

chardike-ad

অ্যালিসা বলে, সে অন্য কিছু হওয়ার কথাও ভেবেছে; কিন্তু নভোচারী হওয়ার লক্ষ্য ছিল তালিকার শীর্ষে। মঙ্গলে যাওয়ার মিশনে বাধা হতে পারে- এমন প্রতিবন্ধকতা সে রাখেনি। মঙ্গলে যাওয়ার কারণ সম্পর্কে সে বলে, এটি এমন একটি স্থান, যেখানে কেউই আগে যায়নি। এজন্যই সে এ পদক্ষেপটি নিতে চায়। ১৩ বছর বয়সী অ্যালিসার মঙ্গলে যাওয়ার এ প্রত্যয় এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার নজর কেড়েছে। অ্যালিসার বাবা ব্রেটও মেয়ের আগ্রহে অনুপ্রেরণা জোগাচ্ছেন।