রাজিব আহসানকে সভাপতি এবং মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়বাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে এই কমিটি ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন।
মঙ্গলবার রাতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের কমিটি বিলুপ্ত করে ২০১ সদস্যবিশিষ্ট (আংশিক) নতুন কমিটি ঘোষণা করেছেন।
এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মামুনুর রশিদ মামুন।