বিশ্বের ধনী দেশগুলোতে অবৈধ ভাবে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে ১৪ বছরে ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অর্থাৎ গড়ে দৈনিক আট ব্যক্তি মারা গেছে।
গত ১৪ বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য দিয়েছে জেনেভা ভিত্তিক অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বা আইওএম।
এ সব মর্মান্তিক প্রাণহানির ঘটনাগুলোর অর্ধেকরেই বেশি ঘটছে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে।
ফেটাল জার্নি নামের এ প্রতিবেদনে বলা হয়েছে গত ১৪ বছরে অর্থাৎ ২০০০ সালের পর থেকে মোট ৪০ হাজার অভিবাসী প্রাণ হারিয়েছে এবং ইউরোপে যাওয়ার চেষ্টা করতে যেয়েই ২২ হাজার ব্যক্তি মারা গেছে। এ ছাড়া, চলিত বছরই অভিবাসনের চেষ্টা করতে যেয়ে মারা গেছে ৪০৭৭ জন।
এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি অভিবাসন তৎপরতা মারাত্মক ভাবে উস্কে দিয়েছে। চলতি মাসের প্রথম আট মাসেই ইতালির কর্তৃপক্ষ এক লাখ ১২ হাজার অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করেছে। ২০১৩ সালের চেয়ে এ সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে।