Search
Close this search box.
Search
Close this search box.

latif-siddikiআবদুল লতিফ সিদ্দিকীকে দল থেকে কেনো বহিষ্কার করা হবে না- এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ তার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করার পর মঙ্গলবার চিঠিটি গণভবন থেকে লতিফ সিদ্দিকীর কাছে পাঠানো হয়।

chardike-ad

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চিঠিটি গণভবনে পাঠান।

হযরত মুহম্মদ (সা.), হজ ও তাবলিগ জামাত সম্পর্কে কটূক্তি করার অপরাধে গত রোববার মন্ত্রিসভা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বহিষ্কার হয় লতিফ সিদ্দিকী।

দলের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে কেনো দল থেকে বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়।