Search
Close this search box.
Search
Close this search box.

kim jong unসব-জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেষ জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জন উন। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে কিম জন সুস্থ রয়েছেন এবং সব কাজের দেখাশোনা ও তদারকি করছেন।মঙ্গলবার তার বেশ কয়েকটি ছবি দেশটির গণমাধ্যমে প্রকাশ পায়।

ছবিতে কিমকে দেখা যায় লাঠিতে ভর দিয়ে আছেন এবং কাজের তদারকি করছেন। কিম জনকে এর আগে গত ৩ সেপ্টেম্বর জনসম্মকে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর না দেখা যাওয়ায় শত্রুপক্ষ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠে। কেউ কেউ প্রশ্ন তোলেন তিনি দেশের নিয়ন্ত্রণে আছেন কিনা, কিংবা তাকে অন্তরীণ করে কোনো অভ্যুত্থান হয়েছে কিনা।

chardike-ad

তার অনুপস্থিতি আরো বেশি করে সমালোচনায় আশে যখন ১০ আক্টোবর কোরিয়ান ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তার যোগ না দেয়াকে কেন্দ্র করে।

সরকারি সূত্র বলছে, ‘ব্যক্তিগত কারণেই এ কয়দিন জনসমক্ষে আসেননি কিম জন।

বার্তা সংস্থা কেসিএনএ বলছে, ‘‘কিম জন নতুন নির্মিত ন্যাচারাল এনারজি ইন্সস্টিটিউট অব দ্য স্টেট একাডেমি অব সাইন্সেস পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বক্তব্যও রেখেছেন।

মঙ্গলবার গণমাধ্যমে তার ছবি প্রকাশ করা হলেও তিনি কোনোদিন জনসমক্ষে এলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।–বিবিসি।

সব-জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেষ জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জন উন। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে কিম জন সুস্থ রয়েছেন এবং সব কাজের দেখাশোনা ও তদারকি করছেন।মঙ্গলবার তার বেশ কয়েকটি ছবি দেশটির গণমাধ্যমে প্রকাশ পায়।

ছবিতে কিমকে দেখা যায় লাঠিতে ভর দিয়ে আছেন এবং কাজের তদারকি করছেন। কিম জনকে এর আগে গত ৩ সেপ্টেম্বর জনসম্মকে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর না দেখা যাওয়ায় শত্রুপক্ষ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠে। কেউ কেউ প্রশ্ন তোলেন তিনি দেশের নিয়ন্ত্রণে আছেন কিনা, কিংবা তাকে অন্তরীণ করে কোনো অভ্যুত্থান হয়েছে কিনা।

তার অনুপস্থিতি আরো বেশি করে সমালোচনায় আশে যখন ১০ আক্টোবর কোরিয়ান ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তার যোগ না দেয়াকে কেন্দ্র করে।

সরকারি সূত্র বলছে, ‘ব্যক্তিগত কারণেই এ কয়দিন জনসমক্ষে আসেননি কিম জন।

বার্তা সংস্থা কেসিএনএ বলছে, ‘‘কিম জন নতুন নির্মিত ন্যাচারাল এনারজি ইন্সস্টিটিউট অব দ্য স্টেট একাডেমি অব সাইন্সেস পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বক্তব্যও রেখেছেন।

মঙ্গলবার গণমাধ্যমে তার ছবি প্রকাশ করা হলেও তিনি কোনোদিন জনসমক্ষে এলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।–বিবিসি।