Search
Close this search box.
Search
Close this search box.

LEE BU JINশিল্লা হোটেলের প্রেসিডেন্ট ও স্যামসাং চেয়ারম্যান লি গন হি’র বড় মেয়ে লি বু জিন ডিভোর্সের আবেদন করেছেন। স্যামসাং এর পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, লি বু জিন ইতিমধ্যে সুওন জেলা আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। একমাত্র ছেলের দেখাশোনাসহ অন্যান্য বিষয়ে নিজেদের মধ্যে আপোসের মাধ্যমে সমাধান না হলে সেক্ষেত্রে আদালতই বিষয়টি নিষ্পত্তি করবে।

ডিভোর্স আবেদনের ফলে ৪৬ বছর বয়সী স্বামী ইম উ জে’র সাথে লি দীর্ঘ ১৫ বছরের বৈবাহিক জীবনের ইতি ঘটছে। স্যামসাং এ কর্মরত থাকা অবস্থায় ১৯৯৫ সালে ইমের সাথে লি’র প্রথম পরিচয় হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান এলিমেন্টারী স্কুলে পড়াশোনা করছে।

chardike-ad