সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়ে উঠা এএলএস আইস বাকেট চ্যালেঞ্জের মাধ্যমে আর্থিক তহবিল সংগ্রহ প্রতিযোগীতার বাতাস লেগেছিল দক্ষিণ কোরিয়াতেও। সংইল হোপ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এই শরীরে বরফ পানি ঢালা প্রতিযোগীতা থেকে দেশটি সংগ্রহ করেছে প্রায় ৭০০ মিলিয়ন উওন। প্রাপ্ত অর্থ দিয়ে অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্কেলোরোসিস (এএলএস) রোগে আক্রান্ত রোগীদের জন্য একটি হাসপাতাল তৈরী করা হবে।
প্রায় ৭ হাজার কোরীয় এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল। তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটির সংগীত শিল্পী শিন বলেন “এই ৭০০ মিলিয়ন উওন অংশগ্রহণকারী সবার হৃদয় থেকে পাওয়া”। এছাড়া ভবিষ্যতেও তারা এই ধরনের কর্মকাণ্ড চালু রাখবে এবং আরও বেশি অর্থ সংগ্রহ করবে বলে জানায় শিন।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় অনেক সেলিব্রেটি যেমন সুজি, ছোয়ে মিন শিক ও ইয়ো জে সুকের মত তারকারা আইস বাকেট চালেঞ্জে অংশ নিয়েছিল।