সদ্য শেষ হওয়া ইনছন এশিয়ান গেমসে অংশ নিতে আসা একজন বাংলাদেশী খেলোয়াড় পালিয়েছে। ইনছন পুলিশের বরাত দিয়ে কোরিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইনছন এশিয়ান গেমস থেকে ৭ জন খেলোয়াড় এবং একজন সাংবাদিক ফেরত যায়নি এবং অবৈধভাবে কোরিয়ায় অবস্থান করছে। যার মধ্যে নেপালের ৩জন, শ্রীলংকার ২জন, ফিলিস্তিনের ১জন এবং অপর একজন বাংলাদেশের খেলোয়াড়। অবৈধভাবে অবস্থানকারী একমাত্র সাংবাদিক পাকিস্তানী বলে জানিয়েছে পুলিশ। তবে পালিয়ে যাওয়া খেলোয়াড় এবং সাংবাদিকদের ব্যক্তিগত কোন তথ্য দিতে নারাজ ইনছন পুলিশ।
পুলিশ ধারণা করছে পালিয়ে যাওয়া খেলোয়াড় এবং সাংবাদিকদের সবাই অবৈধভাবে কাজ করার জন্যই পালিয়েছে।