পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবী-চাঁদ-সূর্য একই সরলরেখা ও সমতলে চলে আসে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চাঁদকে আংশিক বা পুরোপুরি ঢেকে ফেলে। একেই বলে চন্দ্রগ্রহণ। আংশিক ঢেকে যাওয়া হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ এবং পুরো ঢেকে যাওয়াকে বলে পূর্ণ চন্দ্রগ্রহণ। আর পূর্ণ চন্দ্রগ্রহণের চাঁদই ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ বলে পরিচিত। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে লাল রঙ ধারণ করে। চলতি বছরের ১৫ এপ্রিলের পর এটি বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ। এবার চাঁদ আগের চেয়ে ৫.৩ শতাংশ বড়। এরপর একই বছরে দু’বার চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০৩২-২০৩৩ সালে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের আলোকচিত্রীদের ক্যামেরায় দেখুন রক্তিম চাঁদের চোখজুড়ানো সব ছবি।