latif-siddikiলতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে আগামীকাল সিউলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া নাগরিক সমাজের ব্যানারে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে দুপুর ১টায় এই সমাবেশ অনুষ্টিত হবে। দক্ষিণ কোরিয়াস্থ সকল প্রবাসীদেরকে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। তার এই বক্তব্যে প্রতিবাদের ঝড় উঠে সারা দেশে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি মামলাও হয়। এরপরও লতিফ সিদ্দিকী তার এই বক্তব্যে অনড় থাকেন এবং এটি প্রত্যাহার না করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যমান পরিস্থিতিতে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি দল থেকে বহিষ্কারেরও সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীনরা। পবিত্র মক্কায় হজ পালনরত রাষ্ট্রপতি দেশে ফিরলেই মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তটি কার্যকর হবে।

chardike-ad