Search
Close this search box.
Search
Close this search box.

eid at seoul central mosqueউৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় মুসলমানদের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। আজ সকাল দশটায় কোরিয়ায় সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল। হাজার হাজার মুসলমান ঈদের নামাজ পড়েন। এছাড়া আনসান মসজিদ, আনিয়াং মসজিদ, মাসান মসজিদ,ইনচনের বুপ্পিয়ং মসজিদ,আশরাফিয়া মসজিদ,বুসান মসজিদ,খুয়াংজু মসজিদ,পাজু মসজিদ,দেগু ইসলামিক সেন্টারসহ কোরিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন।

কোরিয়ায় বাংলাদেশি ছাড়াও আরবীয়,ভারতীয়,পাকিস্তানি,তুর্কি,ইন্দোনেশিয়ান,কোরিয়ানসহ বিভিন্ন দেশের বহু ভাষাভাষী হাজার হাজার নারীপুরুষ মুসলিম ঈদের জামাতে অংশ নেন এবং ঈদ উৎসব উৎযাপন করেন।

chardike-ad

আজ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের অনেকেই ছুটি নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। তবে অনেকের কাছেই ঈদ ছিল বিষাদের। ছুটি না পাওয়ায় ঈদের নামাজ পড়া হয়নি অনেকের। পরিবার পরিজন কাছে না থাকায় প্রবাসী বন্ধুবান্ধবদের সাথেই ঈদ কাটিয়েছেন বাংলাদেশী প্রবাসীরা।