কোরিয়ায় বিগত চার বছরের মধ্যে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ফ্ল্যাট বাসার বিক্রয় মূল্য ছিল সাড়ে ৬ শ’ কোটি উওন। কোরিয়ান সংসদের ভূমি, অবকাঠামো ও পরিবহণ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য লি নো-কুন সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

mark_hills_most_expensive_apartment
হান নদীর তীর ঘেঁষে সিউলের অন্যতম বিলাসবহুল মার্কস হিল অ্যাপার্টমেন্ট ভবন। ইয়নহাপ নিউজ।

দক্ষিণ সিউলের সংদাম-দোং এলাকায় অবস্থিত মার্ক হিলস অ্যাপার্টমেন্ট ভবনের ওই ফ্ল্যাটটি গত জানুয়ারীতে বিক্রি হয়। এর আয়তন ১৯৩ বর্গমিটার (২০৭৭ বর্গফুট)।

chardike-ad

২০১০ সালে গড়ে তোলা ২০ তলা মার্কস হিল ভবনে মোট ৩৮টি ইউনিট রয়েছে।