কোরিয়ায় বিগত চার বছরের মধ্যে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ফ্ল্যাট বাসার বিক্রয় মূল্য ছিল সাড়ে ৬ শ’ কোটি উওন। কোরিয়ান সংসদের ভূমি, অবকাঠামো ও পরিবহণ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য লি নো-কুন সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ সিউলের সংদাম-দোং এলাকায় অবস্থিত মার্ক হিলস অ্যাপার্টমেন্ট ভবনের ওই ফ্ল্যাটটি গত জানুয়ারীতে বিক্রি হয়। এর আয়তন ১৯৩ বর্গমিটার (২০৭৭ বর্গফুট)।
২০১০ সালে গড়ে তোলা ২০ তলা মার্কস হিল ভবনে মোট ৩৮টি ইউনিট রয়েছে।