doctors feeকোরিয়ার নেইবারহুড ক্লিনিকসমূহে প্রতি শনিবার বিকেলে চিকিৎসকের সাক্ষাৎ পেতে ৫০০ উওন অতিরিক্ত খরচ গুনতে হয়। চলতি সপ্তাহ থেকে এই নিয়ম শনিবার সকালের জন্যও প্রযোজ্য হবে। এ সময় ফার্মেসীগুলোতে প্রতিটি প্রেসক্রিপশনের জন্য ২০০ উওন করে বেশী দিতে হবে। কোরিয়ার স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রনালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার নার্সদেরকে বাড়তি সম্মানী দিতে হয়- চিকিৎসকদের এমন দাবীর মুখে সরকার ফী বৃদ্ধির এ প্রস্তাব অনুমোদন দিয়েছে। বর্ধিত ফী যোগ করে এখন থেকে শনিবার সকালে চিকিৎসকের সাথে প্রথম সাক্ষাতের জন্য একজন রোগীকে ৪ হাজার উওনের পরিবর্তে ৪ হাজার ৫ শ’ উওন দিতে হবে। তবে আগামী বছরের অক্টোবর থেকে শনিবার বিকেলের ন্যায় সকালের ফিসও ৫ হাজার উওন করা হবে।

chardike-ad

কোরিয়ার নিবন্ধিত ২৮ হাজার ৩২৮টি ক্লিনিকে (যেগুলোতে কেবলমাত্র আউটডোর চিকিৎসা দেয়া হয়, রোগী ভর্তি করা হয় না) বর্ধিত এই ফী আজ (শনিবার) থেকে কার্যকর হচ্ছে। ওরিয়েন্টাল ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ফার্মেসীসমূহ এর আওতায় পড়বে। তবে বড় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলো যথারীতি এ নিয়মের আওতামুক্ত থাকবে।