আগামীকাল কোরিয়ায় পবিত্র ঈদ-উল আযহা উৎযাপিত হবে। সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় কোরিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। আনসান মসজিদ ও আনিয়াং মসজিদে সকাল ৭টা এবং ৯টায় দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কোরিয়ার বিভিন্ন মসজিদ, ইদ্গাহ ময়দানে নামাজ আদায় করা হবে।
বাংলাদেশের মত সারাদেশব্যাপী উৎসবমূখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যেই ঈদ উৎযাপন করবে। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করবে।
কোরিয়ায় সরকারীভাবে ঈদুল আযহায় ছুটি না থাকায় বেশির ভাগ বাংলাদেশীরা ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন না। তবে অনেকেই ঈদের নামাজ পড়ার সময়টায় ছুটি নিবেন।