সাকিব আল হাসান ও আরাফাত সানির নৈপুণ্যে এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
দেশের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই হংকংয়ের কাছেই হেরেছিল মুশফিকুর রহিমের বাংলাদেশ। শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাকিব আল হাসান।
এছাড়া মাহমুদুল্লাহ ৩৫, শামসুর রহমান ২৬ ও তামিম ইকবাল ২২ রান করেন। হংকংয়ের পক্ষে নাদিম ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৭ উইকেটে ১৩৫ রানে থেমে যায় হংকংয়ের ইনিংস।
হংকংয়ের হয়ে মার্ক চ্যাপম্যান সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ইজাজ খান ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে আরাফত সানি ৩টি, সাকিব আল হাসান ২টি ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন। -ক্রিকইনফো