১৫ অক্টোবরের মধ্যে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে আগামী ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দল।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল শেষে সম্মিলিত ইসলামী দলের মহাসচিব জাফর উল্লাহ এ ঘোষণা দেন।
হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করেন সম্মিলিত ইসলামী দলগুলো।
সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করেন আবদুল লতিফ সিদ্দিকী।
তার এ মন্তব্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রিসভা থেকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে অব্যাহতির পাশাপাশি দল থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।