Search
Close this search box.
Search
Close this search box.

japan accidentজাপানের মধ্যাঞ্চলে মাউন্ট অন্টাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৪৩-এ দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে আজ (বুধবার) আরো সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে অন্টাকে পর্বতের পাশের ওতাকি এলাকার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, বিষাক্ত গ্যাস ও আরো অগ্ন্যুৎপাতের আশংকায় গতকাল ওই এলাকায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছিল। পাহাড়ের অনেক উঁচুতে হওয়ায় মৃতদেহ নামাতে দেরি হচ্ছে।

chardike-ad

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, অগ্ন্যুৎপাতের সময় পাহাড়ের ওপর আরো লোকজন ছিল এবং তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নি। তবে, নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা কেউ বলতে পারে নি।

গত শনিবার অন্টাকে পর্বতে যখন অগ্ন্যুৎপাত শুরু হয় তখন সেখানে অন্তত ২৫০ মানুষ ছিল। তারা সবাই সেখানে শরত উৎসব উদযাপনের জন্য এক অুনষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছিল।