২০৩ রানের বিশাল জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল একই মাঠে শ্রীলংকার মোকাবেলা করবে সাকিব মাশরাফিরা।
দুর্বল কুয়েতকে একপ্রকার কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশের করা ২২৪ রানের বিপরীতে মাত্র ২১ রানেই সব উইকেট হারায় কুয়েত। দুই অংকের রান করতে পারেননি কুয়েতের কোন ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৪উইকেট, মাহমুদুল্লাহ ৩ উইকেট নেন।
এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে ঝড় তোলেন দুই ওপেনার। তামিম ২২ বলে ২৮ ও আনামুল হক বিজয় ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে খেলে সাজঘরে ফিরেন। তারপর ঝড় তোলেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মাত্র ২৫ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছয়ে ৫৯ রান করেন তিনি। ১৩.৩ ওভারে দলীয় ১৬০ রানের মাথায় মিঠুন যখন আউট হন তখন তার স্ট্রাইকরেটটা ছিল, চোঁখ কপালে তোলার মতোই। এছাড়া সাব্বির রহমান ১৮ বলে ৩৫ রান ও সাকিব আল হাসান ১৫ বলে ২৩ রান করেন।