Search
Close this search box.
Search
Close this search box.

train-accidentভারতের উত্তর প্রদেশে কৃষক এক্সপ্রেস ও বরুনি এক্সপ্রেস নামের ২টি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ডজনেরও বেশি।

মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গোরাকপুর শহরে এই দুর্ঘটনা ঘটে।

chardike-ad

আইএএনএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটের দিকে বরুনি এক্সপ্রেস নন্দনগর পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

চালকের অসতর্কতায় বরুনি এক্সপ্রেসের লাইনে উঠে যায় কৃষক এক্সপ্রেস। দুর্ঘটনায় বরুনি এক্সপ্রেসের ৫টি সাধারণ বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

কৃষক এক্সপ্রেসের চালক রাম বাহাদুর এবং সত্যজিৎ কুমার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় রেলের জনসংযোগ কর্মকর্তা অলোক সিং নিশ্চিত করেছেন, কৃষক এক্সপ্রেসের চালক লালবাতির সংকেতকে উপেক্ষা করেছেন। এ ব্যাপারে তথ্য-প্রমাণ দাখিলের ব্যাপারে রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে।

দুর্ঘটনার পর বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।