অনলাইন ডেস্কঃ পাত্রী পছন্দের ক্ষেত্রে চেহারাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন পাত্ররা। এমন চিত্রই ফুটে উঠেছে কোরিয়াভিত্তিক একটি ম্যারেজ মিডিয়া কোম্পানী সানউ এর জরিপে। সানউ ১২১ টি দেশের ৪১ হাজার ৩৬জন পাত্রের উপর জরিপ চালিয়ে এই তথ্য দেন। গত ৪বছর ধরে এসব দেশের প্রত্যেকটির কমপক্ষে ৩০জন পাত্রের উপর এই জরিপ চালানো হয়।
আদর্শ পাত্রীর তালিকায় ৩১.১শতাংশ পাত্র চেহারাকেই প্রধান আকর্ষণ বলে জানিয়েছেন। ২৮.৫শতাংশ পাত্র জানিয়েছেন ব্যক্তিত্ব তাদের কাছে চেহারার চেয়ে গুরুত্বপুর্ণ। অন্যদিকে ২১.৭ শতাংশ পাত্র পাত্রীর পেশা এবং ১৮.৭ শতাংশ পাত্রীর পারিবারিক ঐতিহ্য বিয়ের ক্ষেত্রে প্রধান ভুমিকা রাখেন বলে জানিয়েছেন।
জরিপে প্রায় সব দেশের পাত্ররা পাত্রীর আকর্ষণীয় চেহারাকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোর পাত্রদেরকে পাত্রীর পেশাকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে।
জরিপে প্রায় সব দেশের পাত্ররা পাত্রীর আকর্ষণীয় চেহারাকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোর পাত্রদেরকে পাত্রীর পেশাকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে।