ইনছনে চলছে এশিয়ান গেমস উন্মাদনা। ইনছন ব্যস্ত পুরো এশিয়া থেকে আসা এথলেটদের নিয়ে। খেলার বাইরে ইনছনের অন্যতম শহর বুচ্ছন সিটি এশিয়ান গেমস নিয়ে আয়োজন করে এক ব্যতিক্রমী কনটেস্টের। কোরিয়ায় বসবাসরত এশিয়ান গেমসে অংশ নেওয়া দেশগুলোর প্রবাসীদের নিয়ে এই কনটেস্টের আয়োজন করা হয়।
বিভিন্ন দেশের প্রতিযোগিদের পাশাপাশি বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন প্রবাসী মারুফ আহমেদ ইফতি। গান গেয়ে মুগ্ধ করেন দর্শক এবং বিচারকদের। দলগতভাবে অংশ নেওয়া থাইল্যান্ড এবং চীন প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে। ইফতি তৃতীয় পুরস্কার পেয়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন।
মারুফ আহমেদ ইফতি গানের পাশাপাশি গিটার চর্চা করেন। পুরস্কার প্রাপ্তি নিয়ে উচ্ছসিত ইফতি। বাংলা টেলিগ্রাফকে উচ্ছাস প্রকাশ করে বলেন ‘প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার ছিল। তার উপর পুরস্কার। ভীষণ ভাল লাগছে। ভবিষ্যতেও এই ধরণের প্রতিযোগিতায় দেশের পক্ষে অংশ নিতে চাই”।