চীনা পর্যটকদের কাছে দর্শনীয় বিদেশী স্থানসমূহের মধ্যে সিউলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বেইজিং ইয়ুথ ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গত বছর চীনা পর্যটকদের প্রধান গন্তব্য ছিল কোরিয়া ও জাপান।
ওয়ার্ল্ড ট্যুরিসম সিটিস ফেডারেশনের বরাত দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়, সংস্থার ১২৬টি সদস্য শহরের মধ্যে চীনা পর্যটকরা সবচেয়ে বেশীবার ভ্রমণ করেছেন সিউল। তালিকায় উল্লেখযোগ্য অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে কোরিয়ার বুসান, খোয়াংজু ও জাপানের সাপোরো। চীনা পর্যটকদের পছন্দের স্থানসমূহের অধিকাংশই ছিল জনপ্রিয় বিভিন্ন টিভি নাটকের শুটিং স্পট।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ৯ কোটি ৮০ লক্ষ ২০ হাজার চীনা নাগরিক বাইরে ঘুরতে যান যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশী। চলতি বছর এ সংখ্যা সাড়ে ১১ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।